সোমবার, ২৫ জুলাই, ২০১৬

দঈত আন্‌নাহল



নেশাতুর প্রেমে!


আমারতো নেশা কাটে নারে সাঁই;
কি নেশাগো, নেশা খুউউব কাটে!

কতও কি যে ঘটে, বিষ্টি হয়, বাজ পরে;
মানুষ কান্দে ও কান্দায়, তবু আমারতো
নেশা কাটে নারে সাঁই;
নেশায় খালি কাটে...

নেশাতুর আমি, কাটা পরতে থাকি।

ব্যাথা!


বুকের ব্যাথা নিয়ে আমরা
কোনো কথা বলবো না; আচ্ছা?
আমরা ঘুম নিয়ে কথা বলতে পারি। অথবা
দূরত্ব; অথবা, পৃথিবীর সুন্দরতম দেশগুলি;
যেসব শহরে তুমি একা যাও; আমার হয় না;
তারচে বরং এসো আমরা
আগুন নিয়ে কথা বলি; আচ্ছা?
ছাই নিয়ে কি কথা থাকে কারো! ছাইকে
কেবল বেসেছে ভালো হাওয়া, আর কে!
এই য্যামন আমি;
তোমাকে;
তোমাকে;
তোমাকে।

মৃত্যুগ্রস্থ!


আমরা মৃত্যুতে অভ্যস্ত।
কেবল মৃত্যুর স্থায়িত্বকেই ঈর্ষা করতে পারে মানুষ।
অনুপস্থিতির শুন্যতার বিষও ক্রমশ: মাদকের মত
গ্রাস করে শিরা উপশিরা।
জীবনের অধিক মৃত্যুকেই ভালোবাসা যায়, সে প্রেম;
ডিক্টেটর, বেদনার মত মাতাল করতে করতে সে নেয়
সমগ্র জীবন; মৃত্যুগ্রস্থ!



মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।