সোমবার, ২৫ জুলাই, ২০১৬

আরণ্যক টিটো



উদ্‌যাপনের পদাবলী


একটু পিছাতে চাই / পরান কথার নীড়ে / …
গতির লালিত্যে /
ধনুক /
যে ভাবে বেঁকে যায় পিছনের দিকে /
কৃষ্ণকালা জানে /
পৃথিবীর কুরুক্ষেত্রে /
অর্জুনের /
পশ্চাদগমনে লুকায়িত ছিলো / মহাবীর / কর্ণবধ / …
একটু পিছাতে চাই /
অন্ত্যজ মাটির কাঁচাসোনায় / জেনে নিতে কর্ণের বেদনা / …
টা ন টা ন /
ধনুকের ছিলাময় /
বুড়ো আঙুলের ইতিহাসে /
মর্মের পোড়নে জেগে ওঠে একলব্যবিশ্ব /
প্রাসাদের ভারবহ /
ক্ষমতা কেন্দ্রের খুঁটি / মধ্যবিন্দু ছেড়ে /
নতুন সৌন্দর্যে সরে যায় / প্রান্তরের দিকে /
একটু পিছাতে চাই / পরান কথার নীড়ে /
খনার /
কর্তিত জিহ্বা জানে /
কথার মালায় রচা / বিনিসুতো মালা / নিবিড় বন্ধনে বাঁধে /
উদ্‌যাপনের পদাবলী / …


ধূলোবালিসংসার


পাখি, যাবে নাকি ওড়ে?
সায়ঙ নদীর তীরে,
রোদেলা সুখের ওমে,
   পথের বেদনা ভুলে,
                     বসব,
                     সজনে গাছের ডালে।
মৃদু তরঙ্গে বহেনা  
      স্নিগ্ধ শোধন সলিল,
বুড়িগঙ্গা তীরে নামে
      নিশিথিনী অন্ধকার।
          চল যাই ভেসে ভেসে
দূর সুদূরের নীড়ে,
     কাঁদুক পিঞ্জিরা
                    কাঞ্চন বাঁশের দেহ।
ও'পাড়ে হাসে জলকনা
       সপ্তপদী প্রেম,
সবুজ ঘাসের দেশে       
       শিশির কণিকা।

       কীর্তনিয়া তীরে
নিগূঢ় তিয়াসে যদি চাস দেবো
                    ঠোঁটে ঠোঁটে কবোষ্ণ আদর।
            দীঘল পথের পরে
                    ধূলোবালিসংসার।…




মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।