লেখা আহবান





এবারের রাউন্ডে একটা পরীক্ষা নিতে চাই ওপেন বুক এক্সাম
এরজন্য কবিদের কাছ থেকে প্রশ্ন প্রত্যাশা করছি
-

প্রশ্নপত্রে মোট ৩/৪টি সেট থাকবে। প্রতিসেটে থাকবে ৫টি করে প্রশ্ন। সবগুলো সেট মিলিয়ে পরীক্ষাটা নিতে চাই মোট ১০০ নম্বরে। প্রতিটি প্রশ্নবোধক কবিতার মান থাকবে ৫। এ পরীক্ষার নির্দিষ্ট কোন পরীক্ষার্থী নেই। যেকেউ যেকোনো সময় প্রশ্নপত্রটি খুলে বসতে পারেন। এমনকি কোন সময়সীমাও থাকছে না। পাঠক চাইলে উত্তর নাও দিতে পারেন কিংবা সবকয়টির কিংবা আংশিক উত্তর যদি দিতে চান তো সরাসরি প্রশ্নপত্রেই লিখে জানাতে পারবেন, সে ব্যবস্থা থাকবে। এমন একটি প্রশ্নপত্র তৈরি করার জন্য ইতোমধ্যেই কবি-সাহিত্যিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের আগ্রহ এবং সম্মিলিতভাবে কিছু উপযোগী 'প্রশ্ন' উত্থাপন করার একটা তাগাদা অনুভব করছি বিধায় আপনাকে একজন প্রশ্নকর্তা/প্রশ্নকর্ত্রী হিসেবে পাওয়ার জন্য এই পোস্টটি দেওয়া।

প্রশ্নের বিষয়বস্তু প্রশ্নকর্তা/প্রশ্নকর্ত্রীর উপর বর্তাবে। প্রশ্নগুলো কবিতার আঙ্গিকেই চাইছি অর্থাৎ প্রশ্নবোধক। কবিতার আঙ্গিকে প্রশ্নগুলো পাঠিয়ে দিন sipahi.rez@gmail.com এই ঠিকানায়। পাঠানো প্রশ্নবোধক কবিতাগুলো নিয়েই প্রকাশিত হবে 'কার্তুজ'এর আসন্ন সংখ্যা এবং প্রশ্নপত্র প্রকাশিত হওয়ার ১৫মিনিট পর থেকেই শুরু হবে পরীক্ষা। কোথাও কোন ঘন্টা বাজবে না। বাজবে কী?


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।