সোমবার, ২৫ জুলাই, ২০১৬

হাসান মসফিক


পদ্মরাগ


অনেক জ্বরের ভেতর, কারা সেঁটে দিয়েছে উষ্ণতর বেদনা। খুলে পড়ে যেতে বসেছে অন্ধকার, গহ্বরের ফিতে আরক্তিম শিশির কিছুটা উন্মুল বাসনা।
বাতাসের বনে আমিই কি কেবল শূন্য হাতে এসেছি! এতো প্রেম নিয়ে চাঁদের মতো নিঃসঙ্গ আর কাউকে তো দেখিনি
এমন দগ্ধভাগ্য, উপযুক্ত আঁধারেও জ্বলে জ্বলে উঠছে ফুলেল রেণু! সুললিত মুখোশ চাপিয়ে আমরাও প্রতিদিন ফেরি করে চলেছি বন্ধুত্বের কফিন


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।