সোমবার, ২৫ জুলাই, ২০১৬

সঞ্জয় ঘোষ


রেইনিজম


১.
হে বৃষ্টিবন্দী দীর্ঘায়িত সকাল...
তোমায় মনে থাকবে
আর ভিজে যাওয়া দুপুর
তোমার জন্য উষ্ণতা লেখা থাক
পকেটের ভাজ করা সুখে

২.
আমার বৃষ্টিগাড়ি
তোমার মেঘমালতি মন
তবু ভীড়ে ভীড়ে
হারাচ্ছে জীবন

৩.
আমাদের সবকিছু শেষ
তবু বৃষ্টি এলে মনে হয়
পৃথিবীর এইমাত্র শুরু

আরোপিত অন্ধকার


ভেবো না পিতারাও পাপি ছিলো
ধানক্ষেত মন মাপো কোন আরশিতে
বিভেদ বিষম লাগে লাগুক তোমার
কারো তাতে হয়ে যায় শকুন-বিজয়
ইতিহাস ঘুমিয়ে গেলে—
এইখানে কুকুর-মানচিত্র জেগে ওঠে
গুজে দেয়া অন্ধকারের নিচে
নিভৃত ভ্রমনে পোড়ে আমাদের ষড়ং জীবন
চলো মৃত্যুর কাছ থেকে ঘুরে আসি ঢোলের কাঠিতে
রক্তমাতাল নাচ হবে এই বৈশাখে।


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।