সোমবার, ২৫ জুলাই, ২০১৬

শফিকুল রাজু



কুমারী বাতাস



চটি, ওড়না ফেলে ছুটে যায় করবীর মতো লাল কুমারী বাতাস
মেট্রোপলিটন সিগন্যালে মাল্টি আলো… আর ক্রিয়াশীল ছুড়ির
ফলার মতো ধারালো মানবিক দাঁত… হেডলাইট জানেনা, হিম
জানেনা… কেন স্টিল দাঁড়িয়ে আছি!

সিগারেট ধূয়াতে ঘন পৌষ কুয়াশার রাত জানে…


মণিকারা জানে


উৎসর্গ: মজনু শাহ প্রিয়বরেষু

মণিকার বেণিতে ফিতা বাধার ছলে যে পেয়েছিলো পুষ্পের ঘ্রাণ… সে মাতাল হয়েছে,
মণিকার কাজিন ছিলো না… পিসতোত বোনের বর ছিলো যে… গোপনে অনেকবার
মণিকার ফ্রকের বোতাম, বেল্ট লাগিয়েছে… বর! হুম, বরই তো; অনেকরাতে ঘুমন্ত মণিকার
ঘরে দেখা গেছে তাকে ঢুকে পড়তে।

তোমরা জানো না, মণিকারা জানে… নাসপাতি বনে কারা গোপনে রেখে যায় মিষ্টি বেদনা



মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।