সোমবার, ২৫ জুলাই, ২০১৬

পরাগ আজিজ


ঘুরে ফিরে বারবার নিজের সাথেই দেখা হয়


মানুষ রূপান্তরিত হয়ে হচ্ছে প্রাণী
মানুষ রূপান্তরিত হয়ে হচ্ছে পাখি
মানুষ রূপান্তরিত হয়ে হচ্ছে কীট-পতঙ্গ।

প্রাণী রূপান্তরিত হয়ে হচ্ছে মানুষ
প্রাণী রূপান্তরিত হয়ে হচ্ছে পাখি
প্রাণী রূপান্তরিত হয়ে হচ্ছে কীট-পতঙ্গ।

পাখি রূপান্তরিত হয়ে হচ্ছে মানুষ
পাখি রূপান্তরিত হয়ে হচ্ছে প্রাণী
পাখি রূপান্তরিত হয়ে হচ্ছে কীট-পতঙ্গ।

কীটপতঙ্গ রূপান্তরিত হয়ে হচ্ছে মানুষ
কীট-পতঙ্গ রূপান্তরিত হয়ে হচ্ছে প্রাণী
কীটপতঙ্গ রূপান্তরিত হয়ে হচ্ছে পাখি।

মানুষ রূপান্তরিত হয়ে হচ্ছে উদ্ভিদ
প্রাণী রূপান্তরিত হয়ে হচ্ছে উদ্ভিদ
পাখি রূপান্তরিত হয়ে হচ্ছে উদ্ভিদ
কীটপতঙ্গ রূপান্তরিত হয়ে হচ্ছে উদ্ভিদ।

উদ্ভিদ রূপান্তরিত হয়ে হচ্ছে মানুষ
উদ্ভিদ রূপান্তরিত হয়ে হচ্ছে প্রাণী
উদ্ভিদ রূপান্তরিত হয়ে হয়ে হচ্ছে পাখি
উদ্ভিদ রূপান্তরিত হয়ে হচ্ছে কীটপতঙ্গ।

সবাই পেয়ে যাচ্ছে সব জীবনের স্বাদ
এভাবে ঘুরে ফিরে বারবার
আমার নিজের সাথেই দেখা হয়!

আত্মগোপনে বেঁচে থাকি


হঠাৎ একদিন
আত্মগোপনে চলে যাবো
ভীষণ আহ্লাদে
মেঘেদের জল কুড়াবো।
আমাকে খুঁজবে...
খুঁজে খুঁজে
ক্লান্ত তুমি কী
কেঁদে বুক ভাসাবে!
আহা খুঁজবে
একা আত্মগোপনে আমি;
আমার মৃত্যুর পরেও
হয়তো, বহুদিন ফিরে
আসার অপেক্ষায় থাকবে।
আত্মগোপনে বেঁচে থাকি
প্রতীক্ষার হিরণ জলে।


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।