সোমবার, ২৫ জুলাই, ২০১৬

সাখাওয়াত টিপু



বাসনা বাস না


যদি মরে যাই যাবই বা কেন
পাথরের প্রাণ দেখিতে কে যেন
বাইরে কেবলি মানুষ ছড়াল

কোন শিশু আজ বলে বাঅঅবা
পাথরের মুখে তো ভয়াল থাবা
মন থিকা মন তুমি কি বাসনা

আমাকে নিহত কর হে জানিয়া
মরিয়াছি কোন খোদাকে শুনিয়া
বেহেস্ত নসিব হৌক বিবসনা

তোমাকে ছাড়িয়া রতিভর দেহ
ফেলিয়াছে খাদে অচিন প্রমেহ
আমি কি মাবুদ নালালেক বান্দা

যেই মনে তুমি খেলেও খেল না
সেই ডোরে ঘুমে আমিও বসি না
জাগা ভাল তবে এইতো এষণা

কত দূরে গেলে বসনা চড়ে না
দেখতে দেখতে পাতাও নড়ে না
যাহা চাহ তাহা বাসনা বাস না

মথুরা গায়েন


ছবির আড়ালে তুমি অনেক চঞ্চল
যদি ছবি হও তবে স্থির কেন বল

ছুঁয়ে দেখি সোনা কাঁচের উপরে কাঠ
মায়া সভ্যতার আগে যেন ত্রোস্তপাঠ

আঙুলে যে লেগে আছে সমস্ত ইন্দ্রিয়
নিতে পারো হাত মুখ যতি বায়বীয়

যে জীবন আমার না সেইকি তোমার
দেহ ছেড়ে বের হয় অতীন্দ্রিয় ভার

দুপুর গড়ায় রোজ মহাকাশ ডোরে
ইশারা স্মৃতির তারা রাতমাখা ভোরে

ফলিত মাঠের পর গোপন শরীর
জানু পাতা বোবাতুর মাদুলি বধির

আমি তব বিন্দু সম তুমি যত দূর
বাগে কি ইন্দ্রিয় সহে না করে কসুর

এখন কি গান গায়বে মথুরা গায়েন
স্তনের আড়ালে মুখ ঠোঁটে রাখা ধ্যান


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।