সোমবার, ২৫ জুলাই, ২০১৬

জিহান


অস্তিত্ব এবং অবিশ্বাস!


পবিত্র আত্মা খুঁজতে খুঁজতে আমরা এক শিশুর
পায়ের কাছে হাটু গেড়ে বসলাম।
শিশুটির আপন মনে খেলার মাঝে আমাদের
আবির্ভাব সাময়িক বিস্ময় সৃষ্টি করেছিল
অথচ আমাদের পা, চোখ ও হাত এক পলকে
চোখ বুলিয়ে ফিরে গেল সে আপন বৃত্তে।
আমরা উত্তেজিত বোধ করছিলাম প্রশ্ন এবং
উত্তরের ইন্টারভালে।
অবিশ্বাস-ই অন্ধকার এমন উপলদ্ধি তে আমরা
সন্তুষ্ট হতে পারছিলাম না।
শিশুটি কিছুই জানতো না।
অথচ প্রগাঢ় স্বস্তি ও শুভ্রতা নিয়ে
হাসছিলো এক নির্মল শান্তিময় বাতাসের
সাথে।
আমরা অসহায় বোধ করছিলাম সময়ের তাড়া
এবং সকল প্রশ্ন এবং উত্তরে।

অথচ কোন এক গভীর বৃষ্টিস্নাত সন্ধায় আমরা প্রার্থনায়
বসেছিলাম।
মোমের আলোতে অন্ধকার
সরিয়ে ফিরে যেতে চেয়েছি সেই শিশুটির
চোখে।


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।