সোমবার, ২৫ জুলাই, ২০১৬

নাহিদ ধ্রুব


দৈনিক সার্কুলার


চারপাশে বস্তির মতো শহর, স্থিরচিত্রের মতো
বুকে ঝুলিয়ে রাজপথে হেটে বেড়াচ্ছে লক্ষাধিক
হিউম্যান বোম্ব।
তাদের পিছনে ছুটছে গ্রামতাড়িত কুকুর
প্রাণচিহ্নময় জনপদে শ্মশানের সুর আর
সভ্য শহরে সাধারণ ভাতকাপড় লাফিয়ে পালাচ্ছে।

এই কমপ্লেক্স প্রসবে ভবিষ্যৎ আটকে যাচ্ছে আঁতুড়ঘরে
জুয়ার আসর থেকে পানশালাতে ধারদেনা যেন
আত্মহননের প্রতিরুপ। ট্র্যাফিকনগরে পাগল উৎসুক।

তারপর অগনিত জখম দূর্বাঘাসে মুছে
দিনশেষে
সসংকোচে ডানা ঝাপটানো পাখি ফিরে
সর্বনাশে
বস্তির মতো চারপাশে দম নেয় খুপচি শহর
যার দেয়ালে দৈনিক সার্কুলার ঘেমে যাচ্ছে।

ইচ্ছেশ্বাস


আমরা সে'ই বাধ্যগত কৃতদাস।
ঘুম ভেঙে গেলে যাদের চোখে জন্মায় জলের খনি।
প্রতি সকালে একটি এতিম গাছ সেখানে গোসল করে
ময়লা কাপড় বুকে মুক্তোদানার লোভে ডুবে যায় ডুবুরী

একদিন জাবর কাটা রাখাল দেখতে পায় ঘাসফড়িঙ
উড়ে যাচ্ছে, ভাত খেতে খেতে দেখা গেলো
কৃষক মরে যাচ্ছে ; অনাহারে। আর যে ভিখারিপুত্রের
নাম রাখা হয়েছিল পাইলট সে ফিনফিনে কাগজ
উড়িয়ে দিচ্ছে আকাশে।

পাতার গায়ে লেগে থাকা পথ অনুসরণ করি
নুড়িপাথরের গ্লোব বগলদাবা করে খুঁজি শুন্য বিষণ্ণতা
যেখানে জানা যায় -
অপেক্ষাজনিত রোগে আক্রান্ত আমাদের ব্যক্তিগত
দীর্ঘশ্বাস গুলো একদিন আমাদের ইচ্ছে ছিলো...



মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।