সোমবার, ২৫ জুলাই, ২০১৬

শাফিনূর শাফিন

অভিসার


আতর আর আগরবাতির ধোঁয়া ওঠা পূর্বগন্ধে
আমার মৃত্যু শুয়ে পড়েছে দেহে
ঝুঁকে পড়ছে যেন ঝড়ো কুঁজো মেঘ
তুফান তুলবার অপেক্ষায় নিয়েছে শরণ

এসো প্রিয়তম সাঁতার, ডুবে যাই
ক্লোরিন জলস্রোতের আলিঙ্গনপাশে
বিহ্বল করে দিয়ে তাঁর দুর্ভেদ্য প্রাচীর,
অপ্রতিভ নখের আঁচড়ে এঁকে যাই
বিপরীত এক খরস্রোতা নদী

উড়াল-দিনরাত্রির ছায়ায় মিশে আছে
আদিম সম্মোহনে বিস্মৃত চুম্বন
এসো অভিসার, পাশে এসো
দেখো, ডুবে যাওয়ার কি ভীষণ ভয়
তবু সাঁতার জানি নি কখনো!

প্রহেলিকা


বিচূর্ণ বৃষ্টির আধুলির মতো
ঝরে পড়া ফোঁটা থেকে
নিজেদের বাঁচাতে গিয়ে
আমাদের শরীর ঢুকে পড়েছিল
ভুল সময়ে, ভুল শহরের উপকণ্ঠে
আসহাবে কাহ্ফের কুণ্ডলী পাকানো
ঘুমের ভিতর লুকোনো পবিত্রতম
সাতটি পাপ আর হারানো
প্রিয় কুকুরের খোঁজে

জঠর ঠেলে বেরিয়ে
আসছিল রক্তজবার বোঁটা
খুলে রাখা ঘুমচোখ
যেন ছক কেটে এগিয়ে যাবে
পথ খুঁজে না পেয়ে
আরও দেড় হাজার বছর
আমাদের জন্মান্তর

কামড়


তোমার কানের লতিতে ইন্দ্রাণীর দাঁতের দাগ লেগেছিল। ইন্দ্রাণীর বাচ্চার নাচের ভিডিওতে  হাততালি দেয়ার সময় ঝকঝকে  দাঁত বের করে ও হেসে উঠতেই আমার  আড়চোখ তোমার কানের লতিতে অদৃশ্য সেই দাঁতের কুটকুট দেখতে পাচ্ছিল।


মতামত জানানোর জন্য ধন্যবাদ, কার্তুজ'এর সঙ্গেই থাকুন।